জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ

      “সম্পূর্ণ ফ্রি ভাবে সরকারি খরচে জর্ডানে দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ “

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ(বোয়েসেল) এর মাধ্যমে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস এ, নিম্নে বর্ণিত পদ গুলতে  প্রচুর সংখ্যক দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ দেয়া হচ্ছে।

গার্মেন্টসের নাম

পদের নাম

সংখ্যা

মাসিক মূলবেতন

(আনুমানিক)

সাক্ষাৎকারের

স্থান

Rainbow Textile

মেশিন অপারেটর, চেকার, প্রেস, রেকডার, হোস্টেল ওয়ার্ডেন, প্যাকিং-ফোল্ডিং, স্যাম্পল অপারেটর

১৩০ জন

১৫,০০০ টাকা

কোরিয়ান- টেকনিক্যাল, দারুস-সালাম

Rich Pine Int.

মহিলা মেশিন অপারাটর + মহিলা নার্স

৫০ জন

০১ জন

১৫,০০০ টাকা

৩০,০০০ টাকা

শেখ ফজিলাতুন্নেসা টেকনিক্যাল, দারুস-সালাম

United Creation

মহিলা মেশিন অপারাটর

২০০ জন

১৫,০০০ টাকা

শেখ ফজিলাতুন্নেসা টেকনিক্যাল, দারুস-সালাম

Pine Tree Com.

মহিলা মেশিন অপারাটর

১০৩ জন

১৫,০০০ টাকা

শেখ ফজিলাতুন্নেসা টেকনিক্যাল, দারুস-সালাম

Galaxy Apparel

মহিলা মেশিন অপারাটর

১০০ জন

১৫,০০০ টাকা

কোরিয়ান- টেকনিক্যাল, দারুস-সালাম

IVORY Garments

মহিলা মেশিন অপারাটর

৫০ জন

১৫,০০০ টাকা

জার্মান-টেকনিক্যাল, মিরপুর-২

HI-Tech Garments

মহিলা মেশিন অপারাটর

১০০ জন

১৫,০০০ টাকা

কোরিয়ান- টেকনিক্যাল, দারুস-সালাম

Century Miracle

মহিলা মেশিন অপারাটর

১০০ জন

১৫,০০০ টাকা

জার্মান-টেকনিক্যাল, মিরপুর-২

Tusker Apparel

মহিলা মেশিন অপারাটর

৮৩ জন

১৫,০০০ টাকা

শেখ ফজিলাতুন্নেসা টেকনিক্যাল, দারুস-সালাম

Jerash Garments

মহিলা মেশিন অপারাটর

১০3 জন

১৫,০০০ টাকা

শেখ ফজিলাতুন্নেসা টেকনিক্যাল, দারুস-সালাম

চাকরির সুবিধাবলিঃ

  • চাকরির চুক্তি ০৩ (তিন) বৎসর, পরবর্তীতে নবায়ন যোগ্য।
  • নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
  • নির্বাচিত কর্মীদের সমুদয় খরচ কোম্পানি বহন করবে।

চাকরির শর্তাবলিঃ

 

  • প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে ।
  • দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারট ইম (স্বেচ্ছাধীন)।
  • নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি ১০০০/- (এক হাজার) টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি ২০০/- দুইশত টাকা খরচ বহন করিতে হবে
  • Translators বা অনুবাদককে বাংলাদেশ সরকার স্বীকৃত প্রতিস্টান থেকে ডিগ্রিদারী হতে হবে।
  • চুক্তি শেষ হবার আগে দেশে ফিরে আসতে চাইলে সেক্ষেত্রে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।
  • যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নে বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার অনূর্ধ্ব করা হলো।

প্রয়োজনীয় কাগজপত্রসহঃ

 

  • ০৪(চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
  • মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১সেট রঙিন ও ০৪ (চার) সেট সাদাকালো ফটোকপি
  • বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড (যদি থাকে)
  • শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • জীবন বৃত্তান্ত (CV) (যদি থাকে)

যোগাযোগের সময়ঃ

তারিখ    ২৮.০৫.২০২১   সকাল  ০৮:০০

 

ঠিকানাঃ

বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিংসেন্টার,

মিরপুর-২, ঢাকা,

 

বাংলাদেশ-করিয়া টেকনিকাল ট্রেনিং সেন্টার

দারুস সালাম রোড, মিরপুর-২, ঢাকা

 

শেখ ফজিলাতুন্নেসা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা

 

এই প্রোজেক্ট টি বাংলাদেশ সরকার কত্রিক সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত, তাই কোন প্রকার দালাল বা তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ না করার বিশেষ ভাবে অনুরধ করা হল।

 

তথ্য সংক্রান্ত সার্বিক সহযোগিতায়-

কনফিডেন্ট অভারসিস কনসালটেন্সি