“সম্পূর্ণ ফ্রি ভাবে সরকারি খরচে জর্ডানে দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ “
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ(বোয়েসেল) এর মাধ্যমে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস এ, নিম্নে বর্ণিত পদ গুলতে প্রচুর সংখ্যক দক্ষ মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ দেয়া হচ্ছে।
ক্রমিক নং | পদের নাম | সংখ্যা | মাসিক মূলবেতন |
১ | সোয়েটার লিংকিং, মেন্ডিং, হ্যান্ড স্টিচেস, কাপ সিমার, সুইং অপারেটর | ১০০ জন | ১৫,০০০ টাকা |
২ | মহিলা মেশিন অপারাটর | ৩৪৫ জন | ১৪,৫০০ টাকা |
৩ | Translators (অনুবাদক) | ০২ জন | ৩০,০০০ টাকা |
চাকরির সুবিধাবলিঃ
- চাকরির চুক্তি ০৩ (তিন) বৎসর, পরবর্তীতে নবায়ন যোগ্য।
- নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
- চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
- নির্বাচিত কর্মীদের সমুদয় খরচ কোম্পানি বহন করবে।
চাকরির শর্তাবলিঃ
- প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে ।
- দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারট ইম (স্বেচ্ছাধীন)।
- নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি ১০০০/- (এক হাজার) টাকা ও ফিঙ্গার প্রিন্টের ফি ২০০/- দুইশত টাকা খরচ বহন করিতে হবে
- Translators বা অনুবাদককে বাংলাদেশ সরকার স্বীকৃত প্রতিস্টান থেকে ডিগ্রিদারী হতে হবে।
- চুক্তি শেষ হবার আগে দেশে ফিরে আসতে চাইলে সেক্ষেত্রে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।
- যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবেন।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নে বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার অনূর্ধ্ব করা হলো।
প্রয়োজনীয় কাগজপত্রসহঃ
- ০৪(চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
- মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১সেট রঙিন ও ০৪ (চার) সেট সাদাকালো ফটোকপি
- বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড (যদি থাকে)
- শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
- জীবন বৃত্তান্ত (CV)
যোগাযোগের সময়ঃ
তারিখ ১৯.০২.২০২১ সকাল ০৮:০০
ঠিকানাঃ
বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিংসেন্টার,
মিরপুর-২, ঢাকা,
বাংলাদেশ-করিয়া টেকনিকাল ট্রেনিং সেন্টার
দারুস সালাম রোড, মিরপুর-২, ঢাকা
এই প্রোজেক্ট টি বাংলাদেশ সরকার কত্রিক সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত, তাই কোন প্রকার দালাল বা তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ না করার বিশেষ ভাবে অনুরধ করা হল।
তথ্য সংক্রান্ত সার্বিক সহযোগিতায়-
কনফিডেন্ট অভারসিস কনসালটেন্সি